৬৪ দলের বিশ্বকাপ ভাবনাকে বাজে বলে মত দিয়েছিলেন আলেক্সজান্ডার সেফেরিন। উয়েফার সভাপতি এত দলের বিশ্বকাপ আয়োজনে সম্মতি না দিলেও ২০৩০ বিশ্বকাপে ৬৪ দল করার প্রস্তাব দিয়েছে কনমেবল।
গতকাল ফিফাকে ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দেন কনমেবলের সভাপতি আলেহান্দ্রো ডমিঙ্গেজ। দক্ষিণ আমেরিকা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সভা শেষে ডমিঙ্গেজ বলেছেন, ‘বিশ্ব মঞ্চের অভিজ্ঞতা সব দেশকে নেওয়ার সুযোগ দেওয়া উচিত।
আনন্দ নেওয়া থেকে যেন গ্রহের কোনো দলই বাদ না যায়।’
২০৩০ বিশ্বকাপের মূল আয়োজক স্পেন, মরক্কো ও পর্তুগাল হলেও শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে একটি করে ম্যাচ হবে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ উরুগুয়েতেই হয়েছিল। এমন উদযাপন একবারই করার সুযোগ পাওয়া যায় বলে শতবর্ষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে চায় কনমেবল।
ডমিঙ্গেজ বলেছেন, ‘শতবর্ষ উদযাপনকে অদ্বিতীয় করতে হবে। কেননা ১০০ বছরের উদযাপন একবারই করা যায়।’
এর আগে ফিফার সভায় শতবর্ষ বিশ্বকাপে ৬৪ দলের প্রস্তাব দিয়েছিলেন উরুগুয়ের এক প্রতিনিধি। গত ৬ মার্চের সেই সভায় দ্বিমত পোষণ করেন সেফেরিন।
তিনি বলেছিলেন, ‘প্রস্তাব শুনে আপনাদের চেয়েও বেশি অবাক হয়েছিলাম। আমি মনে করি, এটি বাজে পরিকল্পনা। বিশ্বকাপের জন্য এটি ভালো পরিকল্পনা নয়, এমনকি বাছাইপর্বের জন্যও। জানি না এটি কোত্থেকে এসেছে।অদ্ভূত লাগছে যে, ফিফা কাউন্সিলে প্রস্তাবের আগে আমরা কিছুই জানতাম না!’
২০৩০ বিশ্বকাপ ৬৪ দলের হবে কিনা তা ঠিক করার যথেষ্ট সময় পাচ্ছে ফিফা।
তবে ২০২৬ বিশ্বকাপ যে ৪৮ দলের হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। আগের থেকে ১৬ দল বেশি নিয়েই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী বিশ্বকাপ হবে।